হবিগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে দু’টি ইটভাটাকে ৩০ হাজার এবং একটি ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আমিরুল ইসলাম মাসুদ এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, অভিযানকালে ইটের সাইজ ছোট থাকায় কিবরিয়া ব্রিকস ফিল্ডকে ২০ হাজার টাকা এবং এনার্জি ব্রিকস ফিল্ডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উপজেলার রসুলগঞ্জ বাজারের শিল্পী ভ্যারাইটিজ স্টোরকে মূল্য তালিকা না থাকায় এবং পণ্যেও গায়ে মেয়াদ লেখা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।