চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরে একটি প্রভাতফেরী বের করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহিদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী।
বিশেষ অতিথি ছিলেন-উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন সরকার, থানার ওসি কেএম আজমিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, সৈয়দ মোতাব্বির আলী, মোঃ আবু তাহের, আবুল খয়ের, চুনারুঘাট মাধ্যমকি শিক্ষক সমিতির সভাপতি আঃ আওয়াল, আঃ সামাদ মাষ্টার, আনিছ আলী. চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান রিপন প্রমূখ।
এর পূর্বে রাত ১২টা ১মিনিটে চুনারুঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিকদের স্মরণে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।