চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদক ব্যবসায়ী রুমেন সরকারকে (৩০) ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
আজ (২২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী এ রায় দেন।
জানা যায়, রুমেন মিয়া উপজেলার আইতন (পূর্ব পাকুরিয়া) গ্রামের বাসিন্দা। আসামীকে ০৬ মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রাম থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।