চুনারুঘাট প্রতিনিধি: বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গতকাল শুক্রবার কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের পরিচালনায় নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র থাকালীন সময়ে প্রথমে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন। পরে তিনি লন্ডন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করে দেশে ফিরে বাংলাদেশ সুপ্রিমকোর্টে আইনজীবী হিসেবে প্রেক্টিস শুরু করেন। বর্তমানে তিনি আন্তার্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এ ব্যাপারে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জানান, আমাকে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাদার অব হিউমিনিটি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন। এছাড়াও বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।