নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলারর মিরপুর সামসুল উলুম নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর থেকে ছাত্ররা নিখোঁজ রয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ দাবী করে।
নিখোঁজ ছাত্ররা হলো, চুনারুঘাট উপজেলার হাসারগাঁও গ্রামের আইয়ূব আলীর পুত্র তানভীর আহমেদ, শায়েস্তাগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মোশাহিদ মিয়ার পুত্র জুনাইদ আহমেদ ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাশিমনগর গ্রামের রশিদ মিয়ার পুত্র শরীফ উদ্দিন।
মাদ্রাসার শিক্ষকরা জানান, হিফজ বিভাগের ওই তিন ছাত্র শুক্রবার মাগরিবের নামাজের জামাতে শরিক হয়। নামাজ শেষে তাদেরকে আর দেখা যায়নি। রাতেও মাদ্রাসায় আসেনি। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে তাদের সন্ধান পাওয়া যায়নি।
এদিকে তাদের সন্ধানে মাদ্রাসা কর্তৃপক্ষ বাহুবলসহ বিভিন্ন স্থানে মাইকিং করিয়েছি। পরে খবর পেয়ে ওই ছাত্রদের অভিভাবকরাও তাদের সন্ধানে বিভিন্নস্থানে খোজাখোজি শুরু করেন।
এ ঘটনায় শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে বাহুবল মডেল থানায় মাদ্রাসার পক্ষ থেকে একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
এ ব্যাপারে বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী নিখোঁজের সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে পাওয়া যাচ্ছেনা মর্মে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। আমিসহ আমার পুলিশের দুটি টিম তাদের সন্ধানে কাজ করছে।