জনমত নিউজ: বাংলাদেশ পুলিশ বাহিনীতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পুনর্নিয়োগ দেওয়া হবে। পদটিতে ১০ হাজার নারী ও পুরুষ কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। মৌখিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ থেকে চলবে ২৫ মার্চ পর্যন্ত।
প্রাথমিক যোগ্যতা :
আবেদনকারী নারী ও পুরুষ উভয়কেই এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ ২.৫ অথবা সমমান। চাকরিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২০ বছর পর্যন্ত।
শারীরিক যোগ্যতা
সাধারণ ও অন্যান্য কোটা [পুরুষ]: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার এবং বুক স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি বা ০.৭৮৭৪ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি বা ০.৮৩৮২ মিটার হতে হবে।
মুক্তিযোদ্ধা কোটা [পুরুষ]: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার এবং বুক স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি বা ০.৭৬২০ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি বা ০.৭৮৭৪ মিটার হতে হবে।
উপজাতীয় কোটা [পুরুষ]: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২ মিটার এবং বুক স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি বা ০.৭৮৭৪ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি বা ০.৮৩৮২ মিটার হতে হবে।
নারী প্রার্থী [সব কোটা]: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি বা ১.৫৭৮৪ মিটার হতে হবে।
অন্যান্য যোগ্যতা
ওজন: বয়স ও উচ্চতার সঙ্গে অনুমোদিত পরিমাপের হতে হবে [বডি মাপ ইনডেস্ক অনুযায়ী]।
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
পরীক্ষার দিনক্ষণ
ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট রেঞ্জে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ থেকে। চলবে ২৫ মার্চ পর্যন্ত।
পরীক্ষার সময়
শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষার সময় সকাল ৯.০০ ঘটিকা এবং লিখিত ও মৌখিক পরীক্ষার সময় সকাল ১০.০০ ঘটিকা।