চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় মোঃ মাসুক মিয়া (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় মোঃ ইকবাল মিয়া (২২) এক যুবক আহত হয়েছেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার আমতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরেহী উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামের মোঃ হাসান আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জনা যায়, দুজন গ্রামের বাড়ি ডুলতা থেকে চুনারুঘাট পৌর শহরে মেরসাইকেল যোগে রওয়ানা দেয়। পথিমধ্যে আমতলী লোহার ব্রিজের পাশে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। তখন তারা গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোঃ মাসুক মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ দিকে গুরুতর আহত অবস্থায় ইকবাল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত মোঃ ইকবাল মিয়া ইকরতলী গ্রামের মোঃ আঃ কাদির মিয়ার পুত্র।
চুনারুঘাট থানার অফিসার ইনচর্জ (ওসি) কে.এম আজমিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।