মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ: ফাগুনের মধ্যরাতে শায়েস্তাগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে প্রথম মৌসুমি বৃষ্টি হয়েছে। এ স্বস্তির বৃষ্টির সঙ্গে মাতাল হাওয়ার আচমকা ঝটকাও ছিল। গত রবিবার মধ্যরাতে হঠাৎ এ বৃষ্টিতে অনেকেরই ঘুম ভাঙ্গে। বেশ আনন্দেই উপভোগ করেন বৃষ্টির রিমঝিম শব্দ। এ বৃষ্টির ফলে ধুলোবালি কমে নাগরিক মনে কিছুটা হলেও স্বস্তি দেখা দিয়েছে। গতকাল সোমবার ভোরে রাস্তায় বেরিয়ে পানি দেখে অনেকেই চমকে উঠেন। হঠাৎ এ বৃষ্টিতে জনমনে স্বস্তি এনে দেয়।