নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ ১০ পিস যৌন ইয়াবাসহ শিবলু মিয়া ওরফে বল্টু(২০) নামের এক যুবককে আটক করেছে। সে ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের নাজির মিয়ার পুত্র।
সোমবার (২৬ ফেব্রুয়ারী) ভোররাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর এসআই ওমর ফারুক ও এ এসআই বিশ্বজিৎ এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ী থেকে শিবলুকে ১০ পিস ইয়াবাসহ আটক করেন।
শিবলুর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসআই ওমর ফারুক আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।