ষ্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুর্গম রেমা চা বাগানে চা শ্রমিক জামাতার দায়ের কুপে শশুড় খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে।
চুনারুঘাট থানা পুলিশ আজ বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
স্থানীয় সুত্র জানায়, উপজেলা রেমা চা-বাগানের দুর্গম চানমারি এলাকার চা শ্রমিক কাশী মুন্ডা (৩৫) তার বৃদ্ধ শশুড় ভরত মুন্ডার (৬৫) সাথে স্ত্রীকে নিয়ে বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার রাত ৮টার দিকে জামাতা ও শশুড়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামাতা কাশী মুন্ডা ক্ষিপ্ত হয়ে শশুড় ভরত মুন্ডাকে দা দিয়েএ লোপাতারি কুপাতে থাকে। এতে কাশীর হাত ও মাথা কেটে যায়। ফলে অতিরিক্ত রক্তক্ষরনের কারণে ভরত মুন্ডা মারা যায়।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ আজ সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চুনারুঘাট মাধবপুর সার্কেল এর সহকারি পুলিশ সুপার রাজু আহমেদ ও অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, পারিবারিক বিরোধ নিয়ে জামাতা কাশী শশুড় ভরতকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে অতিরিক্তি রক্তক্ষরণের কারণে সে মারা যায়।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দা টি উদ্ধার করেছে। কাশী মুন্ডা রাতে পালিয়ে গেছে।