চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা চা-বাগানে দায়ের কুপে শশুর ভারত মুন্ডা খুনের ঘটনায় জামাতা কাশি মুন্ডাকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোররাতে তাকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে খুনের ঘটনাটি ঘটে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধ নিয়ে জামাতা কাশী মুন্ডার শশুর ভরত মুন্ডাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে অতিরিক্তি রক্তক্ষরণের কারণে সে মারা যায়। ঘটনাস্থল থেকে দা টি উদ্ধার করেছে।