নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুরে দুই দলের সংঘর্ষে যুবক হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আবিদ আলী (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে সদর থানার এসআই আব্দুল মুকিত চৌধুরী ও সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ শহরতলীর দুর্লভপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আবিদ আলী হত্যাকান্ডের পর থেকে তার শ্বশুর বাড়িতে আত্মগোপন করে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুরে দুই দল লোকের সংঘর্ষে স্বপন মিয়া নামের এক যুবক নিহত হয়। সে ওই গ্রামের সুরত আলীর পুত্র। এ ঘটনায় স্বপনের পিতা সুরত আলী বাদি হয়ে ৫৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় দুইজন কারাগারে রয়েছে।