সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ: ‘প্রগতির যাত্রা পথে মশাল জ্বালাও ভাষা-কৃষ্টির শক্তি নিয়ে বিশ্ব কাঁপাও’ এই শ্লোগান নিয়ে শায়েস্তাগঞ্জে জাতীয় পথ নাট্যোৎসবে ৭ নাটক প্রদর্শন হয়েছে। গত মঙ্গলবার রাত সোয়া ১০টায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর শহীদ মিনারে সর্বশেষ নাটক ‘অকূলে ভাসাইলাম তরী’ প্রদর্শন করে দেশ নাট্যগোষ্ঠী। এর আগে নাটক ‘মদন এখন রিমান্ডে’ প্রদর্শন করে শায়েস্তাগঞ্জ থিয়েটার। শ্রীমঙ্গলের প্রান্তিক থিয়েটার, শ্রীমঙ্গল থিয়েটার, খোয়াই থিয়েটার হবিগঞ্জ, মৌলভীবাজারের জীবন চক্র থিয়েটার, বড়লেখার তারুণ্য নাট্যগোষ্ঠী প্রদর্শন করে পথ নাটক। এর আগে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল। এর আগে বিকাল ৫ টায় থিয়েটার স্কুল ও দেশ কালচারাল একাডেমীর নৃত্য শিল্পীদের নাচের মাধ্যমে নাট্যোৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম। এসময় উপস্থিত ছিলেন, নাট্যোৎসবের আহ্বায়ক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সহসভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, উৎসবের সমন্বয়কারী ও ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক (সিলেট) প্রভাষক জালাল উদ্দিন রুমি, দপ্তর সম্পাদক খোরশেদুল ইসলাম, কার্যকরি কমিটির সদস্য দেলোয়ার হামিদ দিনু, হামিদুর রহমান শহীদ, দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি এডভোকেট হুমায়ন কবির সৈকত, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ.স.ম আফজল আলী, সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব, নাট্য ব্যক্তিত্ব বাবুল মল্লিক, দেশ নাট্যগোষ্ঠীর সহসভাপতি পৌর কাউন্সিল জিতু আহমেদ মাখনু, উৎসবের সদস্য সচিব ও দেশ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক হারুন সাঁই, শায়েস্তাগঞ্জ নবীণ থিয়েটারের সভাপতি সাংবাদিক মোঃ আবদুল হক রেনু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, উৎসবের অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক প্রভাষক মুক্তাদির সোহেল, প্রচার ও প্রকাশ উপকমিটির আহ্বায়ক কামরুল হাসান, শায়েস্তাগঞ্জ থিয়েটার ও দেশ নাট্যগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মীবৃন্দ।