চুনারুঘাট প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল অাযহা উপলক্ষে চুনারুঘাটে দুস্থ ও অসহায়দের মাঝে শাড়ি-লঙ্গী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার কেউন্দা গ্রামের লন্ডনী বাড়িত ৫শতাধিক নারী-পুরুষের হাতে শাড়ি লঙ্গী তুলে দেন জি, অার (গিয়াস-রিজিয়া) ফাউন্ডেশন ইউ,কে’র ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন-ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রিজিয়া খাতুন, অালমগীর কবির, ফারভেজ, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সেক্রেটারি মোঃ রহমত অালী, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারি খন্দকার অালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রায়হান অাহমেদ, কেউন্দা গ্রামের মোঃ জিতু মিয়া, অাজগর অালী, মীর সানু মিয়া, মাওঃ অালহাজ্ব অাঃ ছালাম, মাওঃ হাজী এখলাছুর রহমান, শরিফুল, সুবেল, মাসুমসহ অারোও অনেকই।