ষ্টাফ রিপোর্টার: চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর সভাপতি মোঃ আবুল হোসেন আকল মিয়া (৬০) দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার (১ মার্চ) ভোর রাতে একদল দুর্বৃত্তের হামলায় খুন হন। জানা যায়, তিনি ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথিমধ্যে একদল দুর্বৃত্ত তার উপর দেশিয় ধরালো অস্ত্র দ্বারা হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয় জনতা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান খুনের বিষয়টি নিশ্চিত করেন। এবং ওসি (তদন্ত) আলী আশরাফ জানান, একদল দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজে মারা যান।