চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী নেতা আবুল হোসেন আকল মিয়া খুনের ঘটনায় বিক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেছে।
বৃহস্পতিবার এ ঘটনার পর থেকেই খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে দফায় দফায় বিক্ষোভ করছে ব্যবসায়ীসহ সর্বস্তুরের মানুষ।
সকাল ১০টায় আহলে সুন্নাত ওয়াল জামাত, ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে পৌর শহরে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মধ্যবাজারে গিয়ে পথসভার আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, সাংবাদিক জামাল হোসেন লিটনসহ ব্যবসায়ী, সুন্নাত ওয়াল জামাত নেতারা।
এসময় বিক্ষোভকারীর শান্তনামুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাইজাম মোহাম্মদ ফারাবী।