নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে হত্যা মামলায় রফিকুল ইসলাম (৩০) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৬ মার্চ) সকালে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম নিমাই টিলা থেকে তাঁকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের নিমাই টিলার জনাব আলীর ছেলে।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাওছার আলম জানান, ২০১৩ সালে সাতছড়ি পাহাড়ে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। রফিকুল ইসলাম এই মামলার পলাতক আসামি।