নিজস্ব প্রতিনিধি: নতুন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ হবিগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল হক পাভেলের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- স্থানীয় সরকার মন্ত্রালণায়ের উপ- সচিব সফিউল আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, সাবেক সভাপতি মনসুর উদ্দিন ইকবাল, রুহুল হাসান শরীফ, মোহাম্মদ নাহিজ,শোয়েব চৌধুরী সহ সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ এমদাদুল হক সোহেল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন-শফিকুল ইসলাম চৌধুরী, সৈয়দ এখলাছুর রহমান খোকন, জিয়া উদ্দিন দুলাল, ফয়সল চৌধুরী, শরীফ চৌধুরী, মজিবুর রহমান, সিদ্দিকুর রহমান মাসুম, কুহিনুর আলম,মামুন চৌধুরী, আজাহারুল ইসলাম মুরাদ,মীর কাদির, জুয়েল মিয়া,কাজী মিজান, কাজল সরকার, এম সজলু, শাহ আলম, আব্দুর রাজ্জাক রাজু, খন্দকার আলাউদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় নতুন জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানে কার্যকর প্রদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।