নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীর উপর প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা করেছে এক বখাটে। এতে ওই ছাত্রী আহত হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বুধবার (৭ মার্চ) সকালে স্কুলে যাবার পথে এ ঘটনা ঘটে।
এদিকে, ঘটনার পর বিক্ষুদ্ধ শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীসহ শতাধিক লোক হবিগঞ্জ সদর মডেল থানায় বিচার প্রার্থী হয়। পরে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্তহয়।
স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস ধরে ওই ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামের রমজান আলীর পুত্র হাফিজুর রহমান (১৮) ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই প্রেম নিবেদনের নামে উত্যক্ত করত। বিষয়টি ওই ছাত্রী তার অভিভাবককে জানালে হাফিজুর আরও ক্ষিপ্ত হয়ে উঠে।
এরই ধারাবাহিকতায় সকালে স্কুলে যাবার পথে ওই ছাত্রীর উপর হামলা চালায় হাফিজুর। এতে সে আহত হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ খবর স্কুলের সহপাঠি ও এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীসহ বিচারের দাবীতে বিক্ষোভ করে।
এদিকে বুধবার বিকেলে এলাকার লোকজন ও শিক্ষার্থীরা বখাটের বিচারের দাবীতে সদর থানায় অবস্থান নেয়। এ সময় পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে থানায় লিখিত অভিযোগ দেয়া হলে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির এস.আই জিয়া উদ্দিনের নেতৃত্বে পুলিশ বখাটে হাফিজকে ধরতে অভিযানে নামে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক জানান, অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হচ্ছে।