মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-আখাউড়া রেল সেকশনের শাহপুর (গেইটঘর) রেল স্টেশনে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী ডেমু ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিক্সা চালক রফু মিয়া (৫০) গুরুতর আহত হয়েছে।
শনিবার (১০ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। রফু মিয়া উপজেলার লোহাইদ গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গেইটম্যানবিহীন শাহপুর রেল স্টেশনে সিএনজি চালক রফু মিয়া সিএনজি নিয়ে রেল পারাপারের সময় সিলেট থেকে ছেড়ে আসা ডেমু ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিক্সটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক রফু মিয়া গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির এসআই সাজিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।