মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবকদের পক্ষ থেকে সংসদ সদস্য এড. মাহবুব আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১০ মার্চ) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিয়াউল বর চৌধুরী জিলুর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, চেয়ারম্যান আপন মিয়া, চেয়ারম্যান আরিফুর রহমান, শিক্ষক হরিশ চন্দ্র দেব, শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। পরে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।