নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৯২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১১ মার্চ) ভোর রাতে উপজেলার সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে ৯২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
জানা যায়, ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিদালদার আলী হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চুরাকারবারিরা পালিয়ে যায়।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মঈন উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।