চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে আহলে সুন্নাতওয়াল জামাত এর উপজেলা সভাপতি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া হত্যাকান্ডের ঘটনায় গতকাল উপজেলা সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় চরম ক্ষোভ প্রকাশ করা হয়।
চুনারুঘাটের ইতিহাসে এমন নির্মম হত্যাকান্ডের ঘটনার ১১দিন পরও রহস্য উদঘাটন এবং আসামী না ধরা পড়ার কারণে সভায় সকল বক্তাই ক্ষোভ প্রকাশ করেন। এসময় তারা আকল মিয়া হত্যাকান্ডের সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের খুজে বের করে আইনের আওতায় আনার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান. কাজী সাফিয়া খাতুন, মেয়র নাজিম উদ্দিন. ইউপি চেয়ারম্যান হুমায়ূন খান, আবেদ হাসনাত চৌধুরী, শামছুজ্জামান শামীম, সবুজ তরফদার, আব্দুর রশিদ, রমিজ উদ্দিন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলী আশরাফ, প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলামসহ বিভাগীয় কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।