মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইমাম সম্মোলন ও আলোচনা সভায় অনুষ্টিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ্ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন,ফাউন্ডেশনের সুপার ভাইজার শাহ আলম সরকার, সাংবাদিক রোকন উদ্দিন লষ্কর, মাওলানা আব্দুল মান্নান মৃধা,মাওলানা অলিউর রহমান প্রমুখ।
সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের অর্ধ শতাধিক ইমাম অংশ নেন।