নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের ক্রসফায়ারে নিহত যুবদল নেতা ইউনুস আলীর পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৪ মার্চ) বিকালে ইউনুস আলীর স্ত্রী ও সন্তানদের হাতে এই টাকা তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ।
এরপূর্বে গত ৬ জানুয়ারী নিহত যুবদল নেতা ইউনুস আলীর পরিবারকে ডেকে নিয়ে আরও ২ লাখ টাকা অনুদান দিয়েছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
টাকা প্রদানকালে মেয়র জি কে গউছ নিহতের পরিবারকে পরম মমতায় শান্তনা দেন এবং ধর্য্য ধরার আহ্বান জানিয়ে বলেন- সকল হত্যাকান্ডের বিচার হবে। কোন স্বামী হারা স্ত্রী, পিতা হারা সন্তানের কান্না বৃথা যাবে না। তাদের আর্তনাদে দেশের বাতাস ভারি হয়ে উঠেছে। এই জালিম সরকারের পতন হবে। আবারও দেশে সুদিন আসবে, দেশের মানুষ সকল হত্যাকান্ডের বদলা নিবে।
তিনি বলেন- যুবদল নেতা ইউনুস দলের একজন নিবেদিত কর্মী ছিল। সে জন্যই আইন শৃংখলা বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে। সময় পরিবর্তন হলেই ইউনুস হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে। সেই দিন পর্যন্ত সকলকেই ধর্য্য ধরতে হবে।
টাকা হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপি সদস্য সচিব মোহাম্মদ আলী, হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সিকদার, আব্দুল মালেক, পৌর যুবদলের আহবায়ক সফিকুর রহনান সেতু, জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আবু ছালেক, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, নাজমুল হোসেন বাচ্চু, মাওলানা আব্দুল্লাহিত কাফি, জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটি, চুনারুঘাট উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক এডভোকেট মোজাম্মিল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কাদির সরকার, পৌর যুবদলের সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক জালাল মিয়া, মশিউর রহমান, জামাল মিয়া, ছাত্রদল নেতা আবু নাঈম হালিম, জেলা ছাত্রদল নেতা জি কে ঝলক প্রমুখ।