নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ শহরতলীর সুলতানশীতে মুক্তা আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মার্চ) রাত ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। সে সুলতানশী গ্রামের করিম মিয়ার কন্যা।
জানা যায়, মুক্তা আক্তারের সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চলে আসছে একই গ্রামের মোশাহিদ মিয়া (১৪) নামে এক কিশোরের। সম্প্রতি তারা একে অপরকে কাছে পেয়ে মরিয়া হয়ে উঠে। এরই প্রেক্ষিতে গত বুধবার তারা অজানার উদ্দ্যেশ্যে বাড়ি থেকে পালিয়ে যায়।
পরে এলাকাবাসি তাদেরকে একই এলাকার অন্য একটি বাড়িতে থেকে আটক করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার রাতে তাদের বিয়ের আয়োজন করলে তারা প্রাপ্ত বয়স্ক না হওয়ায় তাদেরকে স্থানীয় লোকজনের সহযোগীতায় সদর থানার এসআই নাইম ও এএসআই আতোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে পণ্ড করে দেয়। এ ঘটনা নিয়ে ওই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
এদিকে, বিয়েস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রেমিক মোশাহিদ মিয়া পালিয়ে গেছে।