চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জে এক গৃহবধুকে যৌতুকের জন্য মারধর করেছে স্বামী ও শ্বাশুড়ী।
জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আব্দাবকাই গ্রামের গৃহবধু তাহমিনা আক্তার (২৩) কে যৌতুকের জন্য মারধর করে তার স্বামী ও তার শ্বাশুড়ী । তাহমিনাকে মারধর করে তার স্বামী ও শ্বাশুড়ী তাকে বাড়ী থেকে বের করে দেয়।
পরে কৌশলে তাহমিনা পালিয়ে তার পিত্রালয় চুনারুঘাট উপজেলার পনারগাঁও গ্রামে চলে আসে। গুরুতর আহত তাহমিনাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।