1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

চুনারুঘাটে যৌতুকের জন্য গৃহবধুকে নির্যাতন

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জে এক গৃহবধুকে যৌতুকের জন্য মারধর করেছে স্বামী ও শ্বাশুড়ী।
জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আব্দাবকাই গ্রামের গৃহবধু তাহমিনা আক্তার (২৩) কে যৌতুকের জন্য মারধর করে তার স্বামী ও তার শ্বাশুড়ী । তাহমিনাকে মারধর করে তার স্বামী ও শ্বাশুড়ী তাকে বাড়ী থেকে বের করে দেয়।
পরে কৌশলে তাহমিনা পালিয়ে তার পিত্রালয় চুনারুঘাট উপজেলার পনারগাঁও গ্রামে চলে আসে। গুরুতর আহত তাহমিনাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

     এই ক্যাটাগরীর আরো খবর