নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিক্সা সংঘর্ষে সিএনজি চালক সহ দুই জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বুধবার (২১ মার্চ) ভোরসাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে
নিহত সিএনজি অটোরিক্সা চালক উপজেলার শংকরপুর গ্রামের তুলা মিয়ার ছেলে ফরহাদ মিয়া (২৮) ও একই গ্রামের বেলা মিযার ছেলে নুর আলী (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থেকে গ্যাস নেওয়ার জন্য ছাঁদনী ও ছামিয়া সিএনজি নিয়ে বাড়ী থেকে রওয়ানা দেয় তারা দু জন। পথিমধ্যে দৌলতপুর দয়াল ব্রিকসের কাছে সিএনজি অটোরিক্সাটি পৌঁছলে সিলেট গামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহিবাস চাপ দিলে ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন। তবে শ্যামলী বাসটি আটক করা সম্ভব হয়নি।
এদিকে জনতা মহাসড়ক অবরোধ করে রেখেছে।
বাহুবল মডেল থানার এসআই রাজকুমার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।