চুনারুঘাট প্রতিনিধি: পূবালী ব্যাংক লিমিটেড এর চুনারুঘাট শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংকে সঞ্চয় করুণ নিরাপদে থাকুন এই স্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার মধ্যবাজারে ব্যাংক কার্যালয়ে আমানত মাস উপলক্ষে এ গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে পূবালী ব্যাংক চুনারুঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নোমান মিয়ার সভাপতিত্বে ও ব্যাংকের সিনিঃ অফিসার জুলহাস আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন-পূবালী ব্যাংকের মৌলভীবাজার অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন- পূবালী ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলিক আইন কর্মকর্তা মোঃ আবু তাহের, চুনারুঘাটের শ্রীকুটা আর্দশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল আউয়াল, অবসর পল্লী উন্নয়ন অফিসার ও লেখক গবেষক আলহাজ্ব এম.এ মতিন, চুনারুঘাট ব্যসক সেক্রেটারি আলহাজ্ব ছিদ্দিকুর রহমান মাসুদ, ব্যবসায়ী আলহাজ্ব নুরুল ইসলাম, হুমায়ুন কবির মিলন, সাজিদুল ইসলাম। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চুনারুঘাট সদর স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী এ,কে, এম রেজাউল করিম মাসুক, আশরাফ ট্রাভেলসের আলহাজ্ব আতাহার আলী, হাজী আকবর হোসেন, হুমায়ুন কবির, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন, আব্দুর রহিম শ্যামল, সেলিম মিয়া, জাকির হোসেন, হেলাল উদ্দিন, মোবাইল মেলার নির্মল দাস নয়ন, আরিফ গার্মেন্টেসের আহমেদ সুমন, সৈয়দ তাইব ট্রেডিং এর সৈয়দ কুতুব উদ্দিন ইয়ামিনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। গ্রাহক সমাবেশে গ্রাহকরা তাদের বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা ও সমস্যার কথা তুলে ধরেন। পরে গ্রাহকদের বক্তব্য শুনে প্রধান অতিথি উপ-মহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল তা বাস্তবায়ন করার অঙ্গিকার পেশ করেন।