ষ্টাফ রিপোর্টার: চুনারুঘাটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আলহাজ্ব আজিজুর রহমান ছুরুক আলী এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ নেওয়াজ বকুল স্মৃতি টিভিকাপ ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ মার্চ) সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার দেওরগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভায় উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মুজিবুর রহমান স্বপনের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মহিতুর রহমান রুমন ফরাজীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক যোদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ গাফফার, চুনারুঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র নাথ দত্ত, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, সুপ্রীম কোর্টের আইনজীবী ও সাংস্কৃতিক সংগঠন ধামালি’র সভাপতি এ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহার, ব্যাংকার রায়হান উদ্দিন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি নুর উদ্দিন সুমন, সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, সম্রাট মিয়া, জুনায়েদ আহাম্মদ পলক প্রমুখ। আলোচনা সভার পরে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।