নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বকুল রাণী দাস (৬৭) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নিজনগরে এ দুর্ঘটনা ঘটে।
বকুল রাণী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বড়ুয়া গ্রামের পালু দাসের স্ত্রী।
মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম বলেন, একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা মহাসড়ক দিয়ে মাধবপুর থেকে আন্দিউড়া যাচ্ছিল। পথে নিজনগর গেলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে ঘটনাস্থলেই বকুল রাণীর মৃত্যু হয়। পরে অটোরিকশা চালকসহ আহত তিন জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।