নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে নাছিমা বেগম (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
সোমবার (২৬ মার্চ) বেলা আড়াইটায় উপজেলা পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে।
নিহত জননী ৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আরশ আলী’র স্ত্রী।
পরে আশ-পাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত গোষনা করেন।
নবীগঞ্জ থানায় এ বিষয়ে যোগাযোগ করা হলে কর্তব্যরত ডিউটি অফিসার এ এস আই হান্নান জানান লাশটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।