নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দিবা রাণী দাস (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার পুরানগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ উপজেলার বাউশা গ্রামের অরুণ দাসের স্ত্রী।
জানা যায়, দিবা সকালে তার পিতার বাড়ি কবিরপুর থেকে বাসে করে স্বামীর বাড়ি যাচ্ছিলেন। পথে বাসটি পুরানগাঁও এলাকায় এলে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দিবাসহ বেশ কয়েকজন আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক দিবাকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।