মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনায় অপহরণকারী রাজ মালাকার (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুরে নরসিংদী জেলার ভেলাবো উপজেলা থেকে অপহরণকারীকে গ্রেফতার এবং অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
রাজ মালাকার উপজেলার মঙ্গলপুর গ্রামের অনিল মালাকারের ছেলে। এ ঘটনায় মাধবপুর থানায় একটি অপহরণের মামলা হয়েছে।
মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম জানান, গত সোমবার সকালে বিদ্যালয়ে যাবার পথে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে রাজ মালাকার। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান সনাক্ত করে নরসিংদী ভেলাবো উপজেলা থেকে অপহরণকারীকে গ্রেফতার এবং অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ভিকটিমের ২২ ধারা জবানবন্দি গ্রহণের জন্য হবিগঞ্জ বিচারিক আদালতে হাজিরা করা হবে এবং অপহৃতার ডাক্তারী পরীক্ষার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।