মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ১১২ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
বুধবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার তেলিয়াপাড়া এলাকার ১২নং চা বাগান থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে তেলিয়াপাড়া এলাকার ১২নং চা বাগানে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় ১১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিলগুলো ফেলে পালিয়ে যায়। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪৮ হাজার ৮০০ টাকা।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এম জাহিদুর রশীদ পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছন।