ফয়াসল অাহমেদ সোহান : প্রতি বছরের ন্যায় এবারও ইউনিভার্সিটি স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশন অব চুনারুঘাট (উসাক) এর উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৪টায় চুনারুঘাট থানা হল রুমে এ উপলক্ষে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অাব্দুল মোমিন সাদ্দাম ও বাকৃবির শিক্ষার্থী ফয়সাল অাহমদ সোহানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, অান্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের তথ্য সচিবের একান্ত সচিব মোস্তফা মোর্শেদ,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারুক মিয়া, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াস বখত চৌধুরী জালাল, অাশা বাংলাদেশের সিনিয়র ডাইরেক্টর ড. তোয়াইফুর রহমান বায়েস,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাহিদ অালী, বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইউসুফ উদ্দিন খাঁন, চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল, জলের গানের জনপ্রিয় কন্ঠশিল্পী সাইফুল জার্নাল,শাবি শিক্ষার্থী তুহিনুর রহমান,ঊষাকের যুগ্ম সম্পাদক অাতিক সুমন, দ্বীপুজ্জল কর,হুমায়ুন কবির সেলিম,কামরুল হাসান শাকিম,জাহির অাহমদ,অাতাউর রহমান,অাতাউর নিলয়,অাক্তার হোসেন বিজয় ও অাফজালুর রহমান প্রমুখ। অালোচনা সভা শেষে এ বছর উপজেলার বিভিন্ন জায়গার ছাত্র-ছাত্রীরা এস,এস,সি ও এইচ,এস,সি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।