শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা গ্রামের স্কুল ছাত্রী বিউটি আক্তারকে ধর্ষণ ও হত্যাকান্ডের মূল আসামী বাবুলের মা কলম চাঁন ওরফে আবুনি (৫০) এর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা বেগমের আদালতে তাকে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ।
আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রবিবার বিকালে পুলিশ মামলার প্রধান আসামী বাবুলকে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আসমা বেগমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মানিকুল ইসলাম গত রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে বাবুলকে আদালতে সোপর্দ করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডঃ ইকবাল হোসেন ভূইয়া ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন এডঃ মহিবুর রহমান।
এর আগে গত শুক্রবার গভীর রাতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার রামদা গ্রামে তার ফুফুর বাড়ি থেকে র্যাব বাবুল মিয়াকে গ্রেফতার করে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ২১ মার্চ বাবুলের মা কলম চান বিবি আবুনিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এবং বাবুলের বন্ধু ইসমাইল মিয়াকে অলিপুর থেকে গ্রেফতার করে।