চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে দু’টি ব্যাটারী চালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলী (৩০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
শুক্রবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দুর্গাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল আলী চুনারুঘাটের ৪নং পাইকপাড়া ইউপি’র নোয়াবাদ গ্রামের আব্দুর রশিদের ছেলে।
জানা যায়, সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থেকে ইজিবাইকে করে চুনারুঘাট যাচ্ছিলেন আব্দুল আলী। পথে দুর্গাপুর নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।