শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পুলিশের উপর হামলার ঘটনায় আসামী মতিন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বড়চর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মতিন মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের মৃত আব্দুল জলিল ওরফে কাজী মিয়ার পুত্র।পুলিশ জানায়, সম্প্রতি মহাসড়কে সিএনজি আটকের ঘটনা নিয়ে কদমতলী এলাকায় চালকসহ স্থানীয়রা পুলিশের উপর হামলা চালায়। এঘটনা শায়েস্তাগঞ্জ থানার এসআই ওয়াদুদ বাদী হয়ে মতিন মিয়াসহ বেশ কয়েক জনকে আসামী করে মামলা দায়ের করেন। শায়েস্তাগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মতিন মিয়া নারী নিযার্তন মামলারও আসামী।