মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ : শায়েস্তাগঞ্জে অকেজো গাড়ি নিয়ে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মিরা।।গত সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে জরুরি কাজে বেরিয়ে যাওয়ার সময় তাদের গাড়িটি হঠাৎ বিকল হয়ে পড়ে।এ সময় ফায়ার সার্ভিসের কর্মিদের গাড়িটি ষ্টার্ট নিতে ঠেলতে দেখা যায়।এ ব্যাপারে চালকের সাথে আলাপকালে জানাযায়,গাড়িটি বহুদিন যাবত এ অবস্তাতেই রয়েছে। মাঝে মধ্যে ইন্জিনিয়ার এসে মেরামত করলে ও দুর্ভোগ কমেনি তাদের । শায়েস্তাগঞ্জ ফায়ারসার্ভিসের আওতা ভুক্ত এরিয়া ঢাকা –সিলেট মহাসড়কের সিলেট রোডে আউশকান্দি ও ঢাকা রোডে তেলিয়াপাড়া পযর্ন্ত বিশাল এরিয়া নিয়ে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মিরা।জনসাধারনের গুরুত্ব পুর্ণ দায়িত্ব পালনের কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের এই গাড়ি। অকেজো গাড়িটি পরিবর্তন করে নতুন গাড়ি সংগ্রহ করা অতি প্রয়োজন বলে মনে করেন এলাকার সচেতন মহল।এ ব্যাপারে কর্তৃপক্ষের সু-দৃষ্টি দেয়া প্রয়োজন বলেও তারা মনে করেন।