জনমত নিউজ : আজ শুক্রবার প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে চুনারুঘাটের পূর্বাঞ্চলের ২টি রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করা হবে।
চুনারুঘাট উপজেলার মিরাশী ইউপির রাকী অবদা বাধ থেকে শহীদ চুনু চৌধুরী বাজার ভায়া কোর্ট বাড়ি ফেরিঘাট এবং গাতাবলা বাজার মিরাশি ইউপি অফিস নালমুখ বাজার ভায়া ভোলাজুম বাজারে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হবে। শুক্রবার বিকাল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কাজের উদ্বোধন করবেন, হবিগঞ্জ-৪ অাসনের সংসদ সদস্য এড মাহবুব অালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উপজেলা চেয়ারম্যান মোঃ অাবু তাহের, এড. অাকবর হোসেন জিতুসহ অাওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, ছাত্রলীগ এবং অারো অনেকে। উদ্বোধন পূর্বে তাঁতীলীগ মিরাশী ইউপি সভাপতি’র সভাপতিত্বে অালোচনা সভা অনুষ্ঠিত হবে।