জনমত নিউজ : চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর সভাপতি আঃ রাজ্জাক রাজুর ঘরে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন।।
একমাত্র সন্তানকে রক্ষা করতে গিয়ে আগুনে ঝলসে গেছে তাঁর একটি হাত।
পুড়ে গেছে ঘরের কিছু আসবাব পত্র সহ তাঁর মোটর বাইকটি।
আজ রাত প্রায় দেড়টায় ঘটনাটি ঘটে।
খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি কে,এম আজমিরুজ্জামান ছুটে এসে সব কিছু সরেজমিনে তদন্ত করে গেছেন। সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সহযোগীতায় সাংবাদিক রাজুর হাতের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে চুনারুঘাট উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে।
তাঁর অবুঝ শিশুটি ভয়ে বোবার মত হয়ে গেছে।
এমন বর্বর কান্ড ঘটানোর সাহস হলো কার বা কাদের?
তাদের খোঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।
সেই সঙ্গে সকল কলম সৈনিক, শান্তিকামী জনতাকে এর বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদের আহবান জানাচ্ছি।
এভাবে চলতে থাকলে সত্যের পক্ষে মানুষ আর ভয়ে মূখ নাও খুলতে পারে।
তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এমন ন্যাক্কার জনক ঘটনার জন্য দায়ীদের।
(সূত্র : সাংবাদিক আজিজুল হক নাছির এর ফেইসবুক পোষ্ট থেকে।)
জনমত নিউজ পরিবার এ নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীদের বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন। নয়তো কলম দিয়ে আগুন ঝরবে।