চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ২টি রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউপি’র রাকী অবদা বাঁধ থেকে শহীদ চুনু চৌধুরী বাজার ভায়া কোর্টবাড়ী ফেরিঘাট ও গাতাবলা বাজার মিরাশী ইউপি অফিস থেকে নালমুখ বাজার ভায়া ভোলাজুম বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী। মিরাশী ইউপি তাঁতীলীগের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিরাশী ইউপি তাঁতীলীগের সভাপতি মোঃ ফারুক আহাম্মদ। জাহিদুল ইসলাম জাবেলের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাটিয়াজুড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাষ্টার, উপজেলা তাঁতীলীগের সভাপতি মো: কবির মিয়া খন্দকার, মিরাশী ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, শানখলা ইউপি চেয়ারম্যান সবুজ তরফদার, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, সহ-সভাপতি এড.আব্দুস সহিদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সরকার, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারি মোছাব্বির হোসেন বেলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা তাঁতীলীগের সেক্রেটারি মিজানুর রহমান বাবুল, চুনারুঘাট পৌরসভার কাউন্সিলর মর্তুজ আলী সরদার, যুবলীগ নেতা আনোয়ার হোসাইন লিজন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ফুল মিয়া খন্দকার, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, জাহাঙ্গীর তরফদার প্রমুখ।