ষ্টাফ রিপোর্টার : চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আঃ রাজ্জাক রাজুর বসত ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত দেড়টায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, ওই দিন রাতে প্রতিদিনের ন্যায় সাংবাদিক রাজু পরিবারে সকল সদস্যদের নিয়ে ঘুমাতে যান। রাত দেড়টায় দিকে হঠাৎ আগুনের লেলিয়ান শিখার আছ পেয়ে ঘুম ভাঙ্গে পরিবারে সদস্যদের। পরে পরিবারের লোকজনের শোর চিৎকার করলে আশপাশে লোকজন এগিয়ে আসেন। স্থানীয়দের সহায়তায় আগুন নিভানো হয়। আগুনের বসত ঘরের কাট, লেপতুষক ও মোটরবাইক সহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় এতে বিছানা ও মশারির আগুনের কবল থেকে নিজের ৪বছরের শিশুকে রক্ষা করতে একটি হাত আগুনে ঝলসে যায় সাংবাদিক রাজুর। এ ঘটনায় খবর পেয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম আজমিরুজ্জামান রাতেই ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান অভিযোগের ভিত্তিতে এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে রাতেই আহম্মদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও সাংবাদিকর ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুল হক নাসির তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। এ ব্যাপারে সাংবাদিক রাজু বলেন, তিনি মাদক-চোরাকারবারিদের বিরুদ্ধে নিউজ করার কারনে এ ঘটনাটি ঘটতে পারে এবং হত্যার উদ্দেশ্যে ছিল দুর্বৃত্তদের। তিনি আরও জানান আগুনে প্রায় ৫ লাখ টাকা মালামাল ক্ষয়-ক্ষতি সাধন হয়েছে। দুর্বৃত্তরা বসত ঘরের কাঠের দরজার নিচ দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে ছিল বলে ধারণা। এ ঘটনার পরদিন শুক্রবার সকালে র্যাব-৯ শ্রীমঙ্গলে একটি টিম সাংবাদিক রাজুর পুড়া ঘরটি পরিদর্শন করেন। এছাড়াও বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমটির সদস্য ও আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, উপজেলা মেম্বার সমিতির সেক্রেটারী দুলাল ভূইয়া, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সহ-সভাপতি নুর উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদসহ আরও অনেকই।
এ ঘটনায় বিভিন্ন মহলের নিন্দা প্রকাশ করেন, আহাম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবদে হাসনাত চৌধুরী সনজু, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জামান শামীম, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন, জনমত নিউজ পরিবার।