মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে প্রবাসীর স্ত্রীর চেক নিয়ে প্রতারণা করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের অভিযোগে আব্দুল আহাদ ছোট্টা মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সে উপজেলার চৌমুহনী ইউসিনয়নের কমলপুর গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাস খানেক আগে আব্দুল আহাদ ছোট্টা মিয়া কমলপুর গ্রামের প্রবাসীর স্ত্রী খুশনাহারের একটি চেক নিয়ে আব্দুল সালাম নাম দিয়ে মনতলা জনতা ব্যাংক থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করে নেয়।
এ ঘটনায় খুশনাহার থানায় লিখিত অভিযোগ দিলে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম ব্যাংকের ভিডিও ফুটেজ দেখে আব্দুল আহাদ ছোট্টা মিয়াকে সনাক্ত করে।
বৃহষ্পতিবার সকাল ১১টায় স্থানীয় জনতার সহায়তায় মনতলা রেলষ্টেশন বাজার থেকে তাকে আটক করে।
মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম জানান, আটককৃত আব্দুল আহাদ ছোট্টা মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।