নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে মটরসাইকেল দূর্ঘটনায় ২ যুবক আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যেকদর্শী সুত্রে জানা যায়, সোমবার বিকেলে আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মছব্বির মিয়ার পুত্র, আউশকান্দি অটো রিক্সা শ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ (২৫) ও একই গ্রামের ফারুক মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (২৮) মটরসাইকেল চালিয়ে আউশকান্দি যাওয়ার পথে নবীগঞ্জ পৌর এলাকার তিন তালাব নামক স্থানে অটো রিকসার সাথে মুখোমুখী সংঘর্ষে মটরসাইকেল থেকে ছিটকে পড়ে মটরসাইকেল চালক দুলাল ও পিছনে থাকা আরোহী জাহাঙ্গীর মিয়া গুরুত্বর আহত হয়।
আহতদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।