মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে প্রবাসী হারুন মিয়ার বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ ব্যক্তিকে আটক করেছে।
আটককৃতরা হলো বহরা ইউনিয়নের উত্তরসিক গ্রামের মৃত চত্তর মিয়ার ছেলে বিল্লাল মিশরী (৪০) এবং শাহজাহানপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে তাউস মিয়া (৩৫)।
মঙ্গলবার (২৪ এপ্রিল) ভোর রাতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গত ১০ এপ্রিল বিষ্ণুপুর গ্রামের প্রবাসী হারুন মিয়ার বাড়িতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়।