শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের সভাপতি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সঞ্জয় কুমার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বৃন্দবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান ইলিয়াছ বখত চৌধুরী জালাল, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, সহকারি মাদক নির্মুল শক্তির উদ্যোক্ত চৌধুরী জান্নাত রাখি, ডা. বিশ্বজিত আর্চায্য, হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক তানভীর হোসেন খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মহিবুর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, দৈনিক তরফ বার্তা পত্রিকার বার্তা সম্পাদক কামরুল হাসান, বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইউনুছ আলী তারেক আহমেদ প্রমুখ।