1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

মাধবপুরে ভারতীয় শাড়ী আটক করেছে বিজিবি

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের কিবরিয়াবাদ এলাকা থেকে ৭শ ৬৮ পিছ ভারতীয় শাড়ী কাপড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুর রশিদ জানান, বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার কিবরিয়াবাদ এলাকায় তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি জওয়ান টহল দেওয়ার সময় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সুরমা চা বাগানের কিবরিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭শ ৬৮ পিছ ভারতীয় শাড়ী উদ্ধার করেছেন।

আটক শাড়ীর মূল্য ২২ লক্ষ ৩৯ হাজার ৫শ টাকা। এ সময় টহল বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উল্লেখিত শাড়িগুলি রেখে পালিয়ে যায়।

     এই ক্যাটাগরীর আরো খবর