ষ্টাফ রিপোর্টার : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কুমেদপুর গ্রামে পুষ্প আক্তার (২০) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের দিলু মিয়ার স্ত্রী।
গত শুক্রবার রাতে সে সকলের অগোচরে বিষপান করে। বিষাক্রান্ত অবস্থায় ছটফট করতে থাকলে তার স্বামী প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। গতকাল শনিবার ময়নাতদন্ত শেষে নিহতের লাশ মন্দরী গ্রামের পুষ্পর পিতা আশিক মিয়ার নিকট হস্তান্তর করা হয়।